ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ভারতে পাচার হওয়া কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২৮ ডিসেম্বর ২০১৯

সীমান্তের অবৈধ পথে ভারতে পাচারের দুই বছর পর লাবনী খাতুন (১১) নামের এক কিশোরীকে বেনাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

গত শুক্রবার সন্ধ্যায় লাবনীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়। লাবনী খাতুনের বাড়ি খুলনার বটিয়াঘাটা এলাকায়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে পাচার হওয়া এই কিশোরীকে বিএসএফ সদস্যরা হস্তান্তর করেছে। জাস্টিজ এন্ড কেয়ার নামের একটি এনজিও কিশোরীকে তাদের জিম্মায় নিয়ে অভিভাবকের কাছে হন্তান্তর করবে বলে তিনি জানান। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি