ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনারের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ২৮ ডিসেম্বর ২০১৯

কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর পালপাড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার (রাজশাহী) এইচ.ই শ্রী সঞ্জিব কুমার ভাটি। এই অনুষ্ঠানে শ্রী রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা ফনিন্দ্রমোহন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু, মহিলা পরিষদ নেত্রী নন্দিতা চক্রবর্তী, আশ্রমের সভাপতি অমল ব্যানার্জি এবং সেক্রেটারী উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি