ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধি কিশোরীর সন্তান প্রসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ২৮ ডিসেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধি কিশোরী ছেলে সন্তানের জন্ম দিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে জেলা সদর হাসপাতালে এ সন্তানের জন্ম হয়। নবাগত সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগী পরিবার। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হরষপুর ইউপির বাগদিয়া গ্রামের মো. জয়নাল মিয়ার ১৬ বছর বয়সের বাক প্রতিবন্ধি মেয়েকে প্রতিবেশী শাহ আলমের ছেলে শামীম মিয়া দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। 

চলতি বছরের ১ মে থেকে অক্টোবর পর্যন্ত শামীম তার সহযোগী নুর আলমের মাধ্যমে তাকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করে। পরে নির্যাতিতা তার বোনকে ঘটনাটি জানালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। 

চিকিৎসকরা জানান, ওই কিশোরী গর্ভবতী। পরে গত ২ অক্টোবর কিশোরীর পিতা জয়নাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

এআই/কেআই


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি