ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:০৯, ২৯ ডিসেম্বর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নজরুল ইসলাম (৪২) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল গ্রামের মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, দুর্বৃত্তরা নজরুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি