ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে ‘সম্প্রীতি শোভাযাত্রা ও সংলাপ’ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৮, ২৯ ডিসেম্বর ২০১৯

‘গাহি সাম্যের গান’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সম্প্রীতি শোভাযাত্রা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়সহ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মের অনুসারীরা ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি