ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২৯ ডিসেম্বর ২০১৯

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বিড়গ্রাম থেকে শিশু বিথির (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিথি বিড়গ্রামের দশরথ বৈরাগীর মেয়ে। 

ময়নাতদন্তের জন্য বিথির মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিথি শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয়। পরে বাড়িতে না ফেরায় ওইদিন রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুরে স্থানীয়রা বিথিদের বাড়ির পাশের পুকুর পাড়ে তার লাশ দেখে পরিবারকে জানায়। পুলিশ বিথির লাশ উদ্ধার করে। 

সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, বিথির শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। পরিবারও কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। কী কারণে বিথির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি