ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে শিশুর হাতে মোটরসাইকেল, দুর্ঘটনায় আরেক শিশু নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ২৯ ডিসেম্বর ২০১৯

নড়াইলের লোহাগড়া-মহাজন-নড়াগাতি সড়কের লুটিয়া খালচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নয়ন শেখ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই শিশু আহত হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। 

নিহত শিশু নয়ন লোহাগড়ার কুমড়ি গ্রামের রহমান শেখের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একই গ্রামের মকলেস শেখের ছেলে মোটরসাইকেল চালক মিরাজুল শেখ (১৫) ও ওয়াদুদ শেখের ছেলে সাদিয়ার শেখ (১২)। 

আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, লোহাগড়া উপজেলার দিঘলিয়া থেকে মোটরসাইকেলযোগে তিন শিশু মহাজনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে মহাজন থেকে ছেড়ে আসা ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে নয়ন নিহত হয়। তার মুখ থেতলে বিভৎস হয়ে গেছে। এ ঘটনায় ট্রলির চালক পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার এসআই আতিক জানান, ‘দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’ 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি