ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাটগ্রামে ট্রাককে মাহিন্দ্রের ধাক্কা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৩০ ডিসেম্বর ২০১৯

লালমনিরহাটের পাটগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩৫)। তবে অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, রাতে একটি ট্রাক পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় বাতি নিভিয়ে দাঁড়িয়ে ছিল। বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক মাহিন্দ্রযাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন চালকসহ ছয়জন। তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি