ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১১, ৩০ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দার নিহত হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত হোসেন স্বপন (৩৯) রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। 

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুরের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সোমবার গভীর রাতে মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে শাহাদাত হোসেন স্বপন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে স্বপনের সহযোগীরা পালিয়ে যায়। 

এ সময় ডাকাত সর্দার শাহাদাত হোসেন স্বপনকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনালের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপনের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র উদ্ধার, হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করেছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি