ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ৩০ ডিসেম্বর ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে চাইলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। 

সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাস স্ট্যান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন নেতাকর্মীরা। তবে গ্রেফতার আতঙ্কে কার্যালয় প্রাঙ্গণে শেষে প্রতিবাদ সমাবেশ করতে হয় তাদের। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এ্যাডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, এ্যাড. শেরেনুর আলী, মো. রেজাউল হক, আ ত ম মিসবাহ, এ্যাডভোকেট আব্দুল হক, জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন প্রমুখ।
 
সমাবেশে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে জনগণের অধিকার লুণ্ঠন করা হয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি