রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ
প্রকাশিত : ২২:১৩, ৩০ ডিসেম্বর ২০১৯
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে মাদককারবারিদের গুলিতে দুইজন র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, সৈনিক ইমরান (৩০) ও করপোরাল শাহাব উদ্দিন (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম জানিয়েছেন, ‘সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ইয়াবাবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ইয়াবা কারবারিরা। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।’
র্যাব সূত্র জানায়, ‘টেকনাফের ওই ক্যাম্পের শিয়াইল্যাঘোনা এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এসময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়।
এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে’।
কেআই/এসি
আরও পড়ুন