ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় হাসপাতালে সহোদর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪০, ৩০ ডিসেম্বর ২০১৯

হাসপাতালে চিকিৎসাধীন প্রতিপক্ষের হামলায় জখম সহোদর

হাসপাতালে চিকিৎসাধীন প্রতিপক্ষের হামলায় জখম সহোদর

কলারোয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জখম হয়েছেন সহোদর দুই ভাই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেছে। গত ২৯ ডিসেম্বর বিকাল ৪টার এ ঘটনায় কলারোয়া থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গুরুত্বর আহত ও হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত আবু বক্কার সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৮) জানান, গত ২৯ ডিসেম্বর বিকাল ৪টার দিকে একই এলাকার শওকাত আলী, মামুন, সামছুর রহমান, সাগরসহ অজ্ঞাত আরও ২/৩ জন পূর্ব পরিকল্পিতভাবে তাদের চান্দুড়িয়া বাজারের দোকান ঘরের পজিশনের জমিতে প্রবেশ করে বাঁশের খুঁটি পুততে থাকে। 

এতে তারা বাধা দিলে শওকাত আলী, মামুন, সামছুর রহমান, সাগর দলবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমি নিজে ও আমার ভাই সিরাজুল ইসলাম (৪৫) আহত হন। 

এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে আহত শহিদুল ইসলাম বাদি হয়ে ওই ৪ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি