ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩১, ৩১ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটের জামালপুর চারমাথা এলকায় সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ট গুলি, ৬টি ককটেল ও ৩০টি দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন- সদর উপজেলার জামালপুর গ্রামের রঞ্জু সরকার ও জিয়াপুর গ্রামের আক্কাস আলী। 

পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ম্বাধীন মাস্টারের বাসভবনে গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এরপর সিসিটিভির ফুটেজ দেখে অভিযানে নামে গোয়েন্দা ও থাানা পুলিশ। 

সোমবার মধ্যরাতে সদর উপজেলার জামালপুর চারমাথা এলাকায় রঞ্জুর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলিসহ  তাদের আটক করা হয়। 

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাজ্জাদ হোসেন জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে এবং রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি