ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ২ বছর কারাভোগ করে ফিরল ৭ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ৩১ ডিসেম্বর ২০১৯

ভারতে ২ বছর কারাভোগ করে ফেরা ৭ বাংলাদেশি

ভারতে ২ বছর কারাভোগ করে ফেরা ৭ বাংলাদেশি

Ekushey Television Ltd.

ভালো কাজ পাওয়ার আসায় সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে বাংলাদেশি সাত যুবক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলো- রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু মিয়া।

ফেরত আসা মজনু মিয়া জানায়, ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারত যায়। ভারতের কেরালা প্রদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। আদালতের মাধ্যমে তাদের স্থান হয় জেলখানায়। কেরালার ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর কারাভোগ শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরে আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছেন। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, তাদের থানার কাজের আনুষ্ঠানিকতা শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি