ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নড়াইলে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১ জানুয়ারি ২০২০

নড়াইল-যশোর সড়কের এসএম সুলতান গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রত্যয় নড়াইল শহরের আলাদাতপুরের গোলাম মোস্তফা মোল্যা এবং নড়াইল সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানার ছেলে। নববর্ষ শুরুর প্রায় তিন ঘণ্টা আগে সড়ক দুর্ঘটনায় জীবনপ্রদীপ নিভে গেল এলএলবি শিক্ষার্থী প্রত্যয়ের।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর সড়কের এসএম সুলতান গেট এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী প্রত্যয়কে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ছাত্রলীগ নেতা গোলাম সাকলাইন প্রত্যয়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম।

তিনি বলেন, প্রত্যয়ের অকাল মৃত্যুতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি