দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
প্রকাশিত : ১১:১৬, ১ জানুয়ারি ২০২০
দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
টানা ৮ দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে পঞ্চগড়ে। চলতি শীত মৌসুমের দ্বিতীয় পর্যায়ের এই শৈত্যপ্রবাহের শুরুতে গত বুধবার সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এরপর মাঝারি থেকে তীব্র আকারে রূপ নেয় শৈত্যপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন