ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৪১, ১ জানুয়ারি ২০২০

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে দুইজন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত দুইজনই লবণ মাঠে কাজ করছিলেন।

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মৃত আমি গোলালের পুত্র আহমদ কবির (২৮) ও একই ইউনিয়নের মাহারাপাড়ার মৃত হারুন মিয়ার পুত্র নুরুল আলম (৩৬)।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল। এসময় প্রতিদিনের মতো শ্রমিকরা লবণ মাঠে কাজ করার এক পর্যায়ে বজ্রপাতের কবলে পড়ে। এ ঘটনায় দুইজন নিহত হন। এছাড়াও আরও দুইজন লবণ শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি