ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ১ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গরবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের সদর উপজেলার মাসদাইর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির এসআই মো. আলী আকবর জানান, সকাল পৌনে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকাগামী ডেমো ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। তাঁর বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে। ট্রেনের নিচে কাটা পড়ার সময় ওই ব্যক্তি লাইন ধরে হাঁটছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি