ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসিমউদদীনের ১১৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরতলীর অম্বিকাপুরে কবির কবরে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকার। 

এ সময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, আনছার উদ্দিন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
 
পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো.আলিমুজ্জামান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

কবি জসীমউদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি