ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে বই উৎসব অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ১ জানুয়ারি ২০২০

জয়পুরহাটে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু। 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানএসএম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।

বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অত্যন্ত খুশি। খুশি হয়েছেন অভিভাবকরাও। একই দিনে জেলার পাঁচ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেই বই বিতরন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি