ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৃহবধুকে অনৈতিক প্রস্তাব, প্রতিবাদ করায় ভাতিজাকে হত্যা 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫৮, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলে এক গৃহবধুকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াগাতি বাজারের কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। ওই গৃহবধু সম্পর্কে নিহত যুবকের চাচি হন। 

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা আকুর ছেলে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দিলে প্রতিবাদ করেন জহিরুল মোল্যা। বুধবার সন্ধ্যায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেলে নেয়ার পথে মারা যান জহিরুল। 

এদিকে হত্যার শিকার জহিরুলের স্বজনরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ ও তার ভাই জাফর, মানিকসহ ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেউ আটক হয়নি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি