ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ফের আন্দোলনে জুট মিল শ্রমিকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে জাতীয় জুট মিলের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। 

এ সময় তারা বারবার আশ্বাসের পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে টানা ১২০ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেন তারা। 

উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে গত ১০ ডিসেম্বর আন্দোলনে নামে দেশের রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা। এরপর কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। 

তার আশ্বাসে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় রোববার আবারও মাঠে নামে সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদ।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি