ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে মাদকবিরোধী র‍্যালি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত : ১৩:২১, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ বৎসর উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা পরিষদের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এতে পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এএসএম মোসা, সরাইল থানার সাব ইন্সপেক্টর মঞ্জুর হোসেন, সাংবাদিক শফিকুর রহমান, সাংস্কৃতিক কর্মী সঞ্জিব দেবনাথ, সমাজকর্মী,শরীফ উদ্দিন,মজিদ বক্স, রওশন আলী প্রমুখ।

তবে বিশিষ্টজনদের অভিমত ‘মাদক যখন দেশের যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে ঠিক সেই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন দায়সারা কর্মসূচি দেয়াটা উচিৎ হয়নি, দিবসটিকে আরো ব্যাপকভাবে পালন করা জরুরি ছিল।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি