ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে দুস্থ-অসহায়দের কম্বল দিল র‌্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ২ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জ যমুনা নদীর জেল খানার গেট এলাকায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে র‌্যাব-১২। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২’র অধিনায়ক মো. খায়রুল ইসলাম এই কম্বল তাদের হাতে তুলে দেন। 

এ সময় তিনি বলেন, ‘দুস্থ ও অসহায় মানুষের জন্য র‌্যাব-১২ সব সময় কাজ করছে, এবং তা অব্যহত থাকবে।’ 

এ সময় সহকারী পরিচালক প্রণব কুমার সরকার, উপ-সহকারী পরিচালক মো. ইউনুস, উপ-সহকারী পরিচালক সুকুমারসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি