ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী 

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০৯, ২ জানুয়ারি ২০২০

ঝালকাঠিতে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন সংবলিত ফেস্টুনর উড়ানো, আলোচনা সভাসহ নানা আয়োজনে আজ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী’ পালিত হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি মাদকের মরণ ছোবল থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকসহ সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম বক্তৃতা করেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি