ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন
প্রকাশিত : ১৮:০৭, ২ জানুয়ারি ২০২০
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অ:দা:) সাইয়েদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ড. কেএম কামরুজ্জামান সেলিম সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ।
সভা শেষে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বারক বিতরণ, জেলা সমাজ কল্যাণ তহবিল থেকে ১৪৬ জন অসুস্থ রোগীর মাঝে ২ লাখ ৯২ হাজার টাকার চেক বিতরণ, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জেলা শিশু পরিবারের ৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৭২ হাজার টাকার চেক বিতরণ সহ শিশু পরিবার নিবাসী ১ জনকে সেলাই মেশিন প্রদান করা হয় ।
আরকে//
আরও পড়ুন