ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাশরাফির উদ্যোগে হিজড়াদের শীত বস্ত্র দিলো ছাত্রলীগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ২২:২২, ২ জানুয়ারি ২০২০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে হিজড়াদের (তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি) মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আর এই কম্বল বিতরণের আয়োজন করে ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে হিজড়াদের হাতে ৫০টি কম্বল তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিব বিশ্বাস, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন ববি,  মনিরুজ্জামান রোজ, স্বপ্নীল সিকদার, আকাশ ঘোষ রাতুলসহ নেতৃবৃন্দ। 

তৃতীয় লিঙ্গের নেতা রুহুল বলেন, জেলা ছাত্রলীগের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমাদের এমপি মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে কম্বল পেয়ে আমরা খুশি হয়েছি। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি