বরিশালে শীত আর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
প্রকাশিত : ১১:০৫, ৩ জানুয়ারি ২০২০
মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে একই কারণে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত।
বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিভাব আরও ২/১ দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
এতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে জনসাধারণকে। একদিকে শীতের প্রকোপ অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যন্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। ছুটির দিন হওয়ায় রাস্তায় তেমন একটা ভিড় না থাকলেও, বিপাকে পড়তে হয়েছে কর্মমুখী মানুষদের।
এদিকে আজ সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
এআই/
আরও পড়ুন