ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শীতার্ত চা শ্রমিকদের পাশে দাঁড়ালো র‌্যাব

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ৩ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রত্যন্ত সাতগাও ইছামতি চা বাগানের প্রায় সাড়ে তিনশ দরিদ্র শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব- ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টায় ইছামতি চা বাগানের মাঠে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর মো. ইশতিয়াক বিন ইউসুফ ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম উপস্থিত থেকে তাদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করেন। 

এ সময় স্থানীয় ইউপি সদস্য বরুণ গনজু, মো. ইসরাইল মিয়া, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিডিনধি বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক বিক্রমজিৎ বর্ধনসহ চা বাগানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
স্কোয়াড কমান্ডার এ এস পি মো. আনোয়ার  হোসেন শামীম জানান, ‘সমাজের মানুষদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে র‌্যাব এই শীতবস্ত্র বিতরণ করছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি