ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৭, ৩ জানুয়ারি ২০২০

নড়াইলে শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাইন্স এলাকায় তাদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম-বার)। পুলিশ সুপারকে কাছে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই।

এ সময় ৬০ থেকে ৮০ বছরের বয়োবৃদ্ধদের কাছে পেয়ে বুকে টেনে নেন পুলিশ সুপার। অসহায় বয়োবৃদ্ধরা তার হাত থেকে কম্বল পেয়ে ভীষণ খুশি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও শেখ ইমরানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি