ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে কৃষকদের নিয়ে ইংরেজী নববর্ষ পালিত

মৌলভীবাজার প্রতিবেদক:

প্রকাশিত : ১৭:৩৬, ৩ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাটির কারিগরদের নিয়ে ইংরেজি নববর্ষ পালন করেছে লাল তীর সীড কোম্পানী । নতুন বছরে কৃষকদের আনন্দ দিতে এ আয়োজন করা হয় বলে জানান, লালতীর সীডের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চক্রবর্তী।

শ্রীমঙ্গল পূর্ব শ্রীমঙ্গলের কপালী পাড়ায়  পশ্চিম শ্রীমঙ্গল গ্রামে শতাধিক কৃষককে নিয়ে বুধবার সকালে ও বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ আনন্দ উৎসবের শুরুতেই কৃষকদের মিষ্টিমুখ করান লাল তীর সীড শ্রীমঙ্গলের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চক্রবর্তী। পরে তাদেরকে লালতীরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

তাপস চক্রবর্তী জানান, এই মাটির কারিগররাই বাংলার প্রাণ, আর তাদের অক্লান্ত পরিশ্রমেই স্বচ্ছল হচ্ছে আমাদের অর্থনীতির চাকা। পুরণ হচ্ছে ১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা। তাদের নির্মল আনন্দ দিতে এ আয়োজন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি