ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৩৮, ৩ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। গতরাত দেড়টা থেকে শুরু হয়েছে এ বৃষ্টি। সকালে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টির দেখা মিলেছে।

গতরাত থেকে সকাল পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে। হঠাৎ বৃষ্টির কারণে সাধারন মানুষ চরমন ভোগান্তিতে পড়েছে। শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেনা কেউ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গতরাত থেকে এখন পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সারাদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে তাপমাত্রা আরো কমতে পারে। কয়েকদিনের মধ্যে একটি টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি