ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি: 

প্রকাশিত : ২০:০৯, ৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল বন্দরের ২২ নং শেডের প্রধান গেটের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চালক আলমগীর (৪৭) ও হেলপার নেওয়াজ খান (৩২) কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আলমগীর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে ও নেওয়াজ খান পিরোজপুর জেলার সিংগোরিয়া গ্রামের আলী খানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বেনাপোল বন্দরের ২২নং শেডের প্রধান গেটের সামনে থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩) আটক করা হয়। 

পরে কাভার্ডভ্যানের ক্যাবিনের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। অপর একজন পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি