ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দিনভর বৃষ্টিতে মোংলায় বেড়েছে শীত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ৩ জানুয়ারি ২০২০

মোংলায় শুক্রবার (৩ জানুয়ারী) দিনভর থেমে থেমে বৃষ্টিপাতে শীতের প্রকোপ বেড়েছে। এদিন বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১০ মি.মি.। যা খুলনা বিভাগের মধ্যে মোংলায়ই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। 

ভোর থেকে কখনও বজ্র, মাঝারি ও হালকা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে। সেই সাথে বেড়েছে শীতের তীব্রতাও। বৃষ্টি ও শীতে নিতান্ত প্রয়োজন ছাড়াই কেউ ঘর থেকেই বের হচ্ছেন না। শহরের দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও ফাঁকা অবস্থায় রয়েছে। পৌষ মাসের এ বৃষ্টি অনেকটা আষাঢ়ের বৃষ্টিতে রুপ নিয়েছে। বৃষ্টির ধরণে বুঝারই উপায় নেই এখন শীত মৌসুম চলছে। টানা বৃষ্টিপাত যেন শীত মৌসুমকে পাল্টে দিয়েছে।

এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি