ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:৫১, ৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এর মধ্যে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন ও ১৫ বোতল ফেনসিডিলসহ অপর ১ মাদক ব্যবসায়ী রয়েছে। 

থানা পুলিশ জানায়, আটককৃতরা হলো-উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত. আইয়ুব আলী গাজীর ছেলে কবির হোসেন (২৮), সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মৃত. ওসমান গণির ছেলে আশরাফুল আলম (৩২) ও কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়ার উত্তর পাড়া গ্রামের মোকছেদ কারিগরের ছেলে ইনতাজ কারিগর (৩০)। 

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজর সামনে থেকে বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ায় শুক্রবার সকালে তাদের সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি