ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় মসজিদ কমিটি নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩৭, ৪ জানুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) জুমা নামাজের পর উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন দরবাসা গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদের কমিটি করা নিয়ে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুর ২টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুর রাজ্জাক (৩৫)। 

এ সময় তাকে উদ্ধার করতে এলে তার ভাইপো ওই গ্রামের অহিদ মোড়লের ছেলে উজ্জ্বল হোসেন (২৭), মোক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৪) ও প্রতিবেশী মৃত শুকর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) মাধররের শিকার হন। 

এর মধ্যে গুরুতর আহতাবস্থায় উজ্জ্বল, মোখলেছুর ও সিরাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি