কাজে ফিরেছেন নরসিংদীর জুটমিল শ্রমিকরা
প্রকাশিত : ১৬:৪৮, ৪ জানুয়ারি ২০২০
জাতীয় মজুরি স্কেল ২০১৫ বাস্তবায়নের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় প্রথম শিফটে কাজে যোগদানের মাধ্যমে উৎপাদন শুরু হয়েছে জুটমিলটিতে।
এতে কর্মচাঞ্চল্য ফিরে আসা ও উৎপাদন শুরু হওয়ায় খুশি শ্রমিকরা-কর্মচারিরা। তবে পাটের ঘাটতি থাকায় পুরোদমে উৎপাদনে যেতে পারছে না মিলটি।
শ্রমিকদের আশা, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাটমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ দিনের মধ্যে জাতীয় মজুরি স্কেল ২০১৫’র মজুরি স্লিপ প্রদান করা হবে।
অন্যথায় ফের কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।
এআই/আরকে
আরও পড়ুন