ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে নিখোঁজ শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নাটোরে হাসান (১০) নামে নিখোঁজ এক শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সদর উপজেলার পাইকোরদোল গ্রামের বারেকের মোড় সংলগ্ন একটি বাঁশ বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান গত রোববার থেকে নিখোঁজ ছিল। সে ওই এলাকার মোজাফফর আলীর ছেলে।

শিশু হাসানের বাবা মোজাফফর আলী বলেন, ‘তার ছেলে হাসান মানসিক রোগে ভুগছিল। রোববার থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের আগে ওই এলাকার স্থাপনকৃত সিসিটিভি ক্যামেরায় একটি ইজিবাইকের পেছনে হাসানকে দৌঁড়াতে দেখা গেছে বলে জেনিছি।’

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা ১০টার দিকে  বারেকের মোড় এলাকার ওই বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যায় কয়েকজন ব্যক্তি। এ সময় ঝাঁড়ের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কি কারণে এমন নৃশংসহত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি