ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার কলারোয়ায় গাজাসহ ৩ব্যক্তি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:৫০, ৪ জানুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩ব্যক্তি আটক হয়েছে। এরমধ্যে ১০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তি ও নিয়মিত মামলায় ২জন আসামি রয়েছে। 

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার যুগিবাড়ি গ্রামের কাঠের ব্রিজ এলাকার মন্দিরের সামনে রাস্তা থেকে শুক্রবার ১০০শ গ্রাম গাঁজাসহ রুহুল কুদ্দুস (২২) কে আটক করা হয়। সে পৌরসভার গোপিনাথপুর গ্রামের শামসুল সরদারের ছেলে। 

অপর এক অভিযানে নিয়মিত মামলার আসামি উপজেলার দরবাসা গ্রামের মৃত রূপচাঁদ শেখের পুত্র শহিদুল ইসলাম (৪০) ও লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আকছেদ আলীর পুত্র আনিছুর রহমানকে আটক করা হয়। আটককৃতদের শনিবার সকালে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি