ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ছাত্রলীগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২২:৫৮, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্থলবন্দর বেনাপোলে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালন করে বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ অলোক সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি