ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের মাদক কারবারি নড়াইলে গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ৫ জানুয়ারি ২০২০

ফরিদপুরের মাদক কারবারি ইলিয়াস শেখ (৩১) নড়াইলে ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

শনিবার সন্ধ্যায় এসআই সেলিম রেজার নেতৃত্বে নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ইলিয়াস ফরিদপুর জেলার নগরকান্দা থানার মুকুন্দপট্টি গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি ইলিয়াস যশোরের বেনাপোল এলাকা থেকে ফেনসিডিল নিয়ে বাসযোগে নড়াইলের দিকে আসছে। এ খবরে নড়াইলের হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ। বাস থেকে নামার পর মাদক কারবারি ইলিয়াসকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে কাগজের প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি