ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আনসার ভিডিপির মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ৫ জানুয়ারি ২০২০

দেশের প্রত্যেকটি জেলা-উপজেলা এমনকি তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরা হবে জানিয়ে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করেছেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

রোববার (৫ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪০তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

আনসার মহাপরিচালক বলেন, ‘মুজিববর্ষে আনসার ভিডিপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরে নাটক- ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করে দেশের তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া হবে।’

এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে আনসার ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আনসার মহাপরিচালক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা।

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি