ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাভারে গৃহবধূ হত্যার ঘটনায় আটক ৩

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৫ জানুয়ারি ২০২০

ঢাকার উপকন্ঠ সাভারে টুকটুকি বেগম (২০) হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন, সাভারের উত্তর জামশিং এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জনি (৩৫), একই এলাকার শুকুর আলী ছেলে সেলিম (৩২) ও নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল (২৯)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গত ২৮ ডিসেম্বর সকালে স্থানীয়দের খবরে সাভার পৌর এলাকার উত্তর জামশিং মহল্লার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে টুকটুকি নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জামশিং এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি