ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্থানীয় ও রোহিঙ্গা উভয়ের জন্য কাজ করতে হবে : স্পীকার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৫ জানুয়ারি ২০২০

জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, স্থানীয়দের অধিকার নিশ্চিত করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্যে কাজ করতে হবে। তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে একথা বলনে।

শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এছাড়া এই সভায় আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন। 

এসময় স্পীকার বলনে, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। পরে স্পীকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুণদয় স্কুল পরিদর্শন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি