ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠবার্ষিকী পালিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ৫ জানুয়ারি ২০২০

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগ শাখার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। এসময়  নেতাকর্মীরা নেচে গেয়ে ও রঙ মেখে আনন্দ প্রকাশ করেন। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। সেই সাথে ৭২ পাউন্ড ওজনের কেঁক কাটা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি