ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৫ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করতে পারব: পরিকল্পনা মন্ত্রী 

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২২, ৫ জানুয়ারি ২০২০

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন জাতির পিতার কন্যা প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে এখন উন্নয়ন হচ্ছে। ঢাকা শহরের উপর দিয়ে মাটির নীচে দিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রামে কর্নফুলি নদীর মুখে সাগরের নীচ দিয়ে  সরকার ৬ কিলোমিটার ট্যানেল নির্মাণ করছে। অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। এধরনের কাজে ভারতসহ অনেকেই হাত দেয় নাই। পদ্মা সেতুর কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে আর ৪ থেকে ৫ মাসের মধ্যে সেতুর পুরো কাজ শেষ করতে পারবো। 

রোববার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশে এক বিশাল আনন্দ র‌্যালী শেষে সুনামগঞ্জ স্টেডিয়ামে এক সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা মহাশূন্যে লোক পাঠাতে চাই। আমরা দুটি পদ্মা সেতু নয় ক্রমান্বয়ে ৪,৫,৬,৭ পদ্মাসেতু নির্মাণ করবো। বাংলাদেশের কোন জায়গা অনুন্নত থাকতে দেবো না। তিনি বলেন এই সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে,রাজাকার দালাল ও বাংলাদেশের শত্রুদের বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে  ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন ও এমদাদ রেজা চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ, , মহিলা সংসদ সদস্যা এড.শামীমা শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাবেক মহিলা সংসদ সদস্য ও বর্তমান পিপি এড. শামছুন্নাহার বেগম শাহানা,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করীর ইমন,পৌরসভার মেয়র নাদের বখত,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলী বীর প্রতীক,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মিজান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালামপ্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ সফর উদ্দিন,জলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ,সদর উপজেলা যুবলীগের সভাপত এহসান আহমদ উজ্জল,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভ’ষন তালুকদার ঝন্টু,মস্ত্রীর এ পি এস মোঃ আবুল হাসনাত, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জিতু,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিৎ চৌধুরী টপ্পা,সহ প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সম্মেলিত লাখো জনতার বিশাল মিছিলসহকারে মন্ত্রীকে বরণ করেন সুনামগঞ্জবাসী।

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি