ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ৬ জানুয়ারি ২০২০

ফেনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফেনী পি টি আই মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম‌্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।

উদ্বোধনী খেলায় পরশুরামের মির্জানগর ও ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ্রগ্রহণ করে। তিনদিনের (৬-৮ জানুয়ারি) এ টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ছেলে ও মেয়েদের ৬টি করে টিম অংশগ্রহণ করছে।  

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি