ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’প্লাস ক্যাপসুল

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২১, ৬ জানুয়ারি ২০২০

নতুন বছরের শুরুতে বাগেরহাটে ১ লাখ ৬৬ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ জানুয়ারি দিনব্যাপী জেলার মোট ১ হাজার ৭৯১টি কেন্দ্রে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

সোমবার (৬ জানুয়ারি) দুপরে বাগেরহাট সিভিল সার্জনের মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহিতকরণ সভায় এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাংবাদিক প্রফেসর মোশাররফ হুসাইন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মহিউদ্দীন আহম্মেদ, মেডিকেল অফিসার প্রদীপ বকসী। 
এছাড়া আহাদ উদ্দিন হায়দার, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, কামরুজ্জামান, আলী আকবর টুটুল, আজাদুল হক, মাসুদুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে ৮টি অস্থায়ী, ১ হাজার ৭’শ ৪৯টি স্থায়ী, ৩২টি অতিরিক্ত এবং ২টি ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের মাধ্যমে এসব শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি