ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫১, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’ পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গ্রামবাসী জানায়, প্রকল্পের সেচের পানি নিয়ে দর কষাকষিকে কেন্দ্র করে চাঁন মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশসহ ২৫ জন আহত হয়। 

এ সময় ৪/৫টি বাড়ি-ঘরও ভাংচুরের শিকার হয়। আহতদের মধ্যে আলাউদ্দিন, রাজু, রুহুল আমিন, আবুল কাসেম, রানা, বাধন চৌধুরীসহ আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।  

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি