ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ৬ জানুয়ারি ২০২০

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নড়াইলে জেলা পর্যায়ে দু’দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

উদ্বোধনী খেলায় মেয়েদের গ্রুপে লোহাগড়া উপজেলার কোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় সদরের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নারীনেত্রী আনজুমান আরা, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমসহ ফুটবলপ্রেমীরা। 

এ ফুটবল খেলায় জেলার তিনটি উপজেলার বালক ও বালিকা দলের ছয়টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আগামীকাল ৭ জানুয়ারি এ ফুটবল টুর্নামেন্ট শেষ হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি